লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে ? - Linux Support BD

লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে ?

 



এই সেই মহান মানুষ, পৃথিবীর মানুষ এত মহান হয় কিভাবে আমার মাথায় আসে না। পূর্ণাঙ্গ একটা অপারেটিং সিস্টেম মানুষকে দান কর দিয়েছেন, কেমন মানুষ আমার মাথায় আসে না। বিলিয়ন বিলিয়ন ডলার কামাতে পারতেন এই লিনাক্স দিয়ে।

এই মহান ব্যক্তির নাম লিনাস টরভাল্ডস যিনি লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়ে প্রথম কাজ করেন আর লিনাক্সের কার্নেল নিজে প্রস্তুত করেন। ১৯৯১ সালে যখন তিনি ফিনল্যান্ডের হেলসিনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন তিনি ইউনিক্স ওএস ব্যবহার করতেন কিন্তু ইউনিক্স তখন টাকা দিয়ে কিনতে হত। তাই নিজেই শখের বসে আদা জল খেয়ে লেগে গেলেন লিনাক্স অপারেটিং সিস্টেম প্রস্তুত করতে যেটা কিনা ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। আর কি লিখব মহান এ লোককে নিয়ে, যা লিখব কম ই হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url