লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা কী? - Linux Support BD

লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা কী?


 

প্রশ্ন: লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা কী?

অপেন সোর্স: লিনাক্স অপারেটিং সিস্টেম যেহুতু অপেন সোর্স তাই উইন্ডোজের মতো টাকা দিয়ে কিনতে হবে না বা ক্রাক ব্যবহার করারও ঝামেলা নেই।

কাস্টোমাইজ: লিনাক্সে আপনি আপনার ইচ্ছা মতো ইন্টারফেস কাস্টোমাইজ করে নিতে পারবেন, উইন্ডোজে তা পারবেন না, কাস্টোমাইজে ডিফল্টভাবে যে ফিচারগুলো দেয়া আছে তার মাঝেই সিমাবদ্ধ থাকতে হবে।

আপডেট: উইন্ডোজে যখন কোন আপডেট আসে তা খুবই বিরক্তিকর, একে তো ঘণ্টার পর ঘণ্টা আপডেট চলতে থাকে, দ্বিতীয়ত আপডেটের সময় খুবই স্লো কাজ করে, ঘণ ঘণ রিসেট নিয়ে থাকে, কিন্তু লিনাক্সে আপডেটের সময় এত ঝামেলা নেই, কখন আপডেট হয়ে থাকবে আপনে টেরও পাবেন না।

সিকিউর: উইন্ডোজ ব্যবহারকারীদের মতো লিনাক্সে এত ভাইরাস নিয়ে চিন্তা নেই, লিনাক্স ব্যবহারকারীর সংখ্যা খুবই কম, আর যারা ব্যবহার করে থাকে তাঁরা সাধারণত অধিকাংশই স্মার্ট ইউজার হয়ে থাকে, একই সাথে অপেস সোর্স হওয়াতে কমিউনিটি অনেক বড়। এইসব কারণে যারা ভাইরাস তৈরি করে তাঁরা লিনাক্স কে টার্গেট করে না, কারণ এতে তাঁদের খুব বেশি ফায়দা হবে না আগে থেকেই জানে, এইজন্য লিনাক্সে ভাইরাস নিয়ে সিকিউরিটি নিয়ে চিন্তা নেই।

দীর্ঘদিন ব্যবহার করা যায়: আজকে ইউন্ডোজ সেটআপ করলে কয়েকদিন ভালোই চলবে, কিন্তু দিন যত যেতে থাকবে তত স্লো হতে থাকবে, যার ফলে কিছুদিন পর পরই নতুন করে ইউন্ডোজ দিতে হয়, যা খুবই বিরক্তকর এবং একই সাথে সময় ব্যায় করাই প্রচুর। এইদিকে লিনাক্সে এত বার বার সেটআপ দেবার প্রয়োজন নেই, একবার সেটআপ দিলেই দীর্ঘদিন ব্যবহার করা যায়, ইউন্ডোজের মতো কিছুদিন পরই স্লো হয়ে যায় না।

এডভান্স ইউজার: লিনাক্স ব্যবহার করলে কম্পিউটার কিভাবে কাজ করে তাঁর ধারণা পেয়ে যাবেন। একজন নরমাল ইউজারের জন্য ইউন্ডোজ ঠিক আছে, কিন্তু যার টেক নিয়ে জানার প্রচুর ইচ্ছা বা সামনে এই ফিল্ডে ক্যারিয়ার গড়ার চিন্তা আছে তাঁর জন্য বেস্ট অপারেটিং সিস্টেম হবে লিনাক্স।

এইসবের বাইরেও অনেক সুবিধা আছে। সব থেকে বড় কথা এটি একটি অপেন সোর্স প্রোজেক্ট এবং কমিউনিটি অনেক বড়। তাই যে কোন ধরণের সমস্যা হলে, কমিউনিটির সব বড় বড় প্রোগ্রামারা একত্রে মিলে সমাধান করে। কিন্তু ইউন্ডোজ বা অন্য কোন অপারেটিং সিস্টেমে কোন ধরণের সমস্যা হলে তা সনাক্ত করার পর শুধু ওই কোম্পানীর নিদির্ষ্ট কিছু লোকই সমাধান করে যার ফলে সময় ব্যায় হয় প্রচুর, কিন্তু লিনাক্সে তা নিমিষেই হয়ে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url